রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন।
আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে সাক্ষ্য প্রমাণ পেয়েছে তদন্ত কর্মকর্তা। এ মামলায় অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আসামিদের নাম ঠিকানা শনাক্ত এবং মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে তাদের রিমান্ডে নেয়া জরুরি।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এজাহার থেকে নাম বাদ দেয়ার বিষয়ে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।